malaysia visa

 


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। 


আপনারা যারা মালয়েশিয়া আসতে চান আপাতত আপনারা আসতে পারবেন না। 


কেননা মালয়েশিয়ার ভিসা বন্ধ টুরিস্ট ভিসা আসতে পারেন। 


কিন্তু টুরিস্ট ভিসায় সমস্যা আছে বৈধভাবে আসবেন যেই টাকা লাগবে টুরিস্ট ভিসায় একই টাকা লাগবে। 


তাই বৈধভাবে আসাই ভালো টুরিস্ট ভিসা এসে তিন মাস পরে আপনার ভিসা এক্সপায়ার হয়ে যাবে। 


তারপর আপনি অবৈধ যদি পরিচিত মানুষ থাকে তাহলে সমস্যা নেই। 


যদি আপন মানুষ না থাকে তাহলে মালয়েশিয়া আপনার জন্য জাহান্নাম হবে। 


কারণ বর্তমান মালয়েশিয়ার অবস্থা বেশিনভালো না।


কিছুদিন ধৈর্য ধরুন মালয়েশিয়ার ভিসা খুলবে। 


শুধু শুধু এতগুলা টাকা দিয়ে এসে অবৈধভাবে থাকবেন ঠিক মতন কাজ করতে পারবেন না তাই আমি পরামর্শ দিব কিছুদিন অপেক্ষা করুন। 



Post a Comment

Previous Post Next Post