আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন।
আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মালয়েশিয়ার ভিসা বানাবেন।
আপনারা প্রথমে নিজেদের আত্মীয়-স্বজনের ভিতর দেখবেন কেউ মালয়েশিয়া আছে কিনা।
তার পর তার সাথে যোগাযোগ করবেন তাকে জিজ্ঞাসা করেন মালয়েশিয়া যাওয়ার কোন প্রসেস আছে কিনা।
সে যদি বলে হ্যাঁ আছে তাহলে আগে বলবেন কোম্পানির ভিসা হলে যাবো।
যদি কোম্পানির ভিসা না দেন তাহলে যাব না সে যদি শিওর দেয় যে আপনাকে কোম্পানির ভিসা আনবে তাহলে আপনি আসেন।
বর্তমানে অনেক দালালে ভরে গেছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার সাথে প্রতারণা করবে।
তাই পরিচিত মানুষ ছাড়া বিদেশ আসবেন না।
দেনা করে বিদেশে আসবেন বিদেশে এসে কাজ পাবেন না তারপরে দেশে চলে যেতে হবে তাহলে আপনারা জীবনে কিছু করতে পারবেন না।
আমি মালয়েশিয়া একটা কোম্পানিতে এসেছিলাম আঠারো সালে।
কোম্পানিতে ভালোই ছিলাম পরে কোম্পানির কাজ কমে গেছে।
তারপরে আমাদেরকে বিক্রি করে দে অন্য কোম্পানির কাছে।
সেই কোম্পানি ও ভালো ছিল কিন্তু কাজ কমে যাওয়ার পরে আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেয়।
পরে আমি ওখান থেকে পালিয়ে যাই আমার এক বান্ধবীর বাসায় উঠি সে আমাকে কাজের ব্যবস্থা করে দেয়।
আমি এখন কেলাং সেন্টারে কাজ করি যদি কেউ দেখা করতে চান অবশ্যই এখানে আসবেন আমার লেখাটি শেয়ার করবেন।